
নিজস্ব প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী দিনে শহীদ জিয়ার সৈনিকরা আল্লাহ ছাড়া বিদেশী কোনো দখলদার শক্তির কাছে মাথা নতো করবেনা। সে পাকিস্তানি হোক, ব্রিটিশ হোক, ভারত হোক কারো কাছে কোনদিন আমরা মাথা নত করিনি আগামী দিনেও করবো না।
গতকাল সোমবার রাজশাহী মহানগরীর ২ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আগামী দিনে শহীদ জিয়ার সৈনিকরা আল্লাহ ছাড়া বিদেশী কোনো দখলদার শক্তির কাছে মাথা নতো করবেনা। সেই পাকিস্তানি হোক, ব্রিটিশ হোক, ভারত হোক কারো কাছে কোনদিন আমরা মাথা নতো করিনি আগামী দিনেও করবো না। হাসি মুখে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে রক্ষা করবো।
মিনু আরো বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন বেগম খালেদা জিয়ার সময় সুনিশ্চিত হয়েছিল। আমরা সেই উন্নয়নে ফিরো আসবো। নেতৃত্বের ব্যাপারে তিনি বলেন, রাজনীতি করতে দল ও দেশের প্রতি আনুগত্য থাকতে হবে এবং কথা বলার শক্তি থাকতে হবে। ছোটদের প্রতি স্নেহ ও বড়দের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। সবাইকে সাথে কাজ করতে হবে। তাহলে রাজনৈতিক গুনাবলী তৈরি হবে।
আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধভাবে দল ও দেশ রক্ষা করবে। আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে হাতে হাত রেখে কাজ করবে। বেগম খালেদা জিয়া সবসময় মা বোনদেরকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, যারা এখানে এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, আগামীর বাংলাদেশ সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে গড়তে হবে। একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য বিএনপি নেতাকর্মীসহ সবাইকে এক সাথে সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে।
নগরীর ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল মতিনের সভাপেিত্ব ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। ইফতারের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।