27.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

লাল টুকটুকে জামার বদলে কাফনের কাপড়ে বাড়ি ফিরলো আছিয়া

print news

নিজস্ব প্রতিনিধি : মাগুরার ছোট্ট শিশু আছিয়া, যে কখনো ভাবেনি তার ফেরার পথ এভাবে হবে। রঙিন শৈশবের বদলে সাদা কাফনের কাপড়ে সে ফিরল আপন ভিটায়। গোটা দেশ যে শিশুর সুস্থতার জন্য প্রার্থনা করেছিল, আজ তার জন্যই বুকভরা হাহাকার।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ছয়টায় হেলিকপ্টারে করে আছিয়ার নিথর দেহ পৌঁছায় মাগুরায়। নোমানী মাঠে হাজারো মানুষের ঢল নামে তাকে শেষবারের মতো দেখতে। সবার চোখে একটাই প্রশ্ন—কী ছিল তার অপরাধ? কেন নিষ্পাপ এই শিশুকে এমন নির্মম পরিণতি বরণ করতে হলো?

দুই দফা জানাজার পর গ্রামের বাড়ি জারিয়ায় স্বজনদের কান্নার মাঝেই আছিয়াকে শায়িত করা হয় চিরনিদ্রায়। জানাজায় অংশ নেওয়া সবাই তার আত্মার শান্তি কামনার পাশাপাশি একটাই দাবি তুললেন—যাতে ধর্ষকদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হয়।

আছিয়ার বাড়িতে যখন তার মরদেহ পৌঁছায়, তখন কান্নার রোল ওঠে চারপাশে। কিন্তু প্রতিবাদও থেমে থাকেনি। বিক্ষুব্ধ গ্রামবাসী ধর্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, যেন এই অন্যায়ের প্রতীকও মাটির সঙ্গে মিশে যায়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের সবাই গ্রেপ্তার হয়েছে এবং ৯০ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়—এই শাস্তি কি আরেকটি আছিয়াকে বাঁচাতে পারবে?

আছিয়া নেই, কিন্তু তার স্মৃতি, তার প্রতি অন্যায়, আর বিচার চাওয়ার সেই তীব্র আর্তনাদ রয়ে যাবে অনেকদিন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ