নিজস্ব প্রতিনিধি : নাটোরের লালপুরে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মেহেদী হাসান আরিফ (২৫) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। মেহেদী হাসান আরিফ নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও মহেষপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। বুধবার রাতে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে আটক করা হয়।
এর আগে দেশে তৈরী একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি আরিফের কাছে পাওয়া গেছে বলে সেগুলো যৌথবাহিনীর কাছে হস্তান্তর করে স্থানীয় লোকজন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মেহেদী হাসান আরিফ বুধবার রাতে মহরকয়া গ্রামে তার আত্মীয় অলম মন্ডলের বাড়িতে পারিবারিক কলহ মিমাংসা করতে গেলে স্থানীয় লোকজন তাকে মারপিট করে। আহত আরিফকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা মহরকয়া গ্রামের ওই বাড়িতে যান।
এ সময় স্থানীয় লোকজন দেশে তৈরী একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি আরিফের কাছে ছিল বলে যৌথবাহিনীর কাছে সেগুলো হস্তান্তর করে। পিস্তল ও গুলি রাখার অভিযোগে যৌথ বাহিনী হাসপাতাল থেকে তাকে আটক করে। এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে। লালপুর থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।