13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল, সাক্ষাত হবে তারেক রহমানের সঙ্গে

print news

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শনিবার লন্ডন যাচ্ছেন। সেখানে তিনি ১০ দিন অবস্থান করবেন এবং ১১ ডিসেম্বর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তার।

জানা গেছে, মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ারও কথা রয়েছে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর বিএনপি অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং সরকারের সংস্কারের উদ্যোগে সহযোগিতা করছে। তবে, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পার হলেও তারা নির্বাচনের বিষয়ে কোনো রোডম্যাপ দেয়নি, যা নিয়ে বিএনপির মধ্যে আলোচনা চলছে। বিএনপি শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা সম্পর্কিত সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবিতে রয়েছে।

এদিকে, বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে তাদের সঙ্গে থাকা মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চায়। জামায়াতসহ ইসলামি দলগুলোর অবস্থানও বিএনপির নজরে রয়েছে।

এমন পরিস্থিতিতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন যাচ্ছেন। বিএনপির সূত্রগুলো বলছে, এই সফরে তিনি লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৩ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন এবং পরে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ