14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রেকর্ড ১২৬ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদন পুতিনের

print news

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছেন। ইউক্রেন যুদ্ধ প্রায় তিন বছর পর সরকারের মোট ব্যয়ের এক তৃতীয়াংশের এই বাজেট অনুমোদন দেওয়া হলো।

স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) প্রকাশিত ২০২৫ সালের বাজেটে জাতীয় প্রতিরক্ষার জন্য প্রায় ১২৬ বিলিয়ন ডলার (১৩.৫ ট্রিলিয়ন রুবেল) বরাদ্দ করা হয়েছে, যা সরকারি ব্যয়ের ৩২.৫ শতাংশ।

এ বছর প্রতিরক্ষা বাজেট আগের সর্বোচ্চ রেকর্ডের চেয়ে প্রায় ২৮ বিলিয়ন ডলার (তিন ট্রিলিয়ন রুবল) বেশি। রুশ পার্লামেন্টের উভয় কক্ষের আইনপ্রণেতারা বাজেট অনুমোদন করেন।

রাশিয়া গত দুই বছরে তার সামরিক ব্যয় ব্যাপকভাবে বাড়িয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক গত অক্টোবরে সুদের হার বাড়িয়ে ২১ শতাংশে উন্নীত করে, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় সংঘাত। মস্কো ইতিমধ্যে ফ্রন্ট লাইনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাফল্য অর্জন করছে। সেই সঙ্গে কুরস্ক অঞ্চলে পাল্টা আক্রমণের বিরুদ্ধে লড়াই করছে।

যুদ্ধ উপাদান এবং জনশক্তি উভয় ক্ষেত্রেই ইউক্রেন পিছিয়ে রয়েছে, যদিও পশ্চিমা মিত্রদের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশ ইউক্রেনকে রাশিয়ার গভীরে হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও জার্মানি নতুন সামরিক সরঞ্জাম পাঠিয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ