নুর মোহাম্মদ : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে এবং কেবলমাত্র রাজশাহীতে পরীক্ষাকেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্বস্ত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। পূর্বে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রুয়েট, কুয়েট ও চুয়েট গুচ্ছভুক্ত থাকলেও এ বছর স্বতন্ত্রভাবে সম্পন্ন হতে যাচ্ছে।
সে অনুযায়ী, আগামী ৮ ই ফেব্রুয়ারি রুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এখনো অফিসিয়াল অর্ডার আসেনি।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত চুড়ান্ত সিদ্ধান্ত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত হওয়া সাপেক্ষে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।