নিজস্ব প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘দেশরত্ন শেখ হাসিনা’ হলের নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এক নোটিসের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১০৭তম সিন্ডিকেট সভায় হলের নাম পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করা হয় এবং তিন সদস্যের কমিটি গঠন করা হয়। শিক্ষার্থীদের মতামত ও নাম যাচাই-বাছাই শেষে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ নামটি চূড়ান্ত করা হয়।
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নওয়াব এবং নারীশিক্ষার পথিকৃৎ। ১৮৭৩ সালে তিনি কুমিল্লায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ।
তিনি দরিদ্র নারীদের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিজ উদ্যোগে ‘ফয়জুন্নেছা জেনানা হাসপাতাল’ প্রতিষ্ঠা করেন। বাংলা ভাষায় নারীর লেখা প্রথম প্রকাশিত গ্রন্থ ‘রূপজালাল’ তাঁরই লেখা। এছাড়া তিনি ‘সঙ্গীত লহরী’ ও ‘সঙ্গীতসার’ নামে কাব্যগ্রন্থ রচনা করেন।
শিক্ষা ও সমাজকল্যাণে অসামান্য অবদানের জন্য নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর নাম রুয়েটের ছাত্রী হলের সঙ্গে যুক্ত করা হলো।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।