13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাবিতে পোষ্য কোটা ‘লালা কার্ড’ প্রদর্শন

print news

রাবি প্রতিনিধি দুর্জয় : পোষ্য কোটা বাতিলের দাবিতে উত্তাল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এ কোটা চেয়ে লাল কার্ড প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা বলেন, এই পোষ্য কোটার যৌক্তিকতা নেই।

শিক্ষার্থী প্রতিবার এই কোটা বাতিলের দাবি জানিয়েছে আসছে কিন্তু প্রশাসন কার্যকরী কোন পদক্ষেপ নেয়নি। যারা এই কোটা রাখারা পক্ষে, তাদের যৌক্তিকতা দেখাতে বলা হয়েছে। তারা শিক্ষার্থীদের সঙ্গে বসুক এবং যৌক্তিকতা দেখাক। আদতে এটার কোন যৌক্তিকতা নেই।

তাই এই কোটাকে আমরা লাল কার্ড প্রদর্শন করছি এবং অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি।

এরআগে, ৭ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গত ১৪ নভেম্বর আমরণ অনশনে বসেলে কোটা বিষয়ক পর্যালোচনা কমিটি গঠন করে প্রশাসন। এ কমিটি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে। তবে কার্যকরী কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ