রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মার্কেটিং বিভাগ ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে সেনাবাহিনীর টিম প্রবেশ করেছে।
সোমবার রাত ৮টার দিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা আইন বিভাগের অফিস কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বেড়ে যায় এবং দুই বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করে।
বর্তমানে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা রাবি টুকিটাকি চত্বরে অবস্থান করছে এবং আইন বিভাগের শিক্ষার্থীরা প্যারিস রোডে জমায়েত হয়েছে।
এদিকে রাত ৮টা ৪৫ মিনিটে ক্যাম্পাসে সেনাবাহিনীর একটি টিম প্রবেশ করেছে। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।