26.7 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাবিতে দুই দিনব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

print news

রাবি প্রতিনিধি দুর্জয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪৫তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শেখ কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে।

এদিন সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

পরে উপাচার্য অংশগ্রহণকারী খেলোয়াড়দের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৪২টি ইভেন্টে ১৭টি হল টিমের প্রায় দুই শত জন প্রতিযোগী অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী হলের প্রাধ্যক্ষগণ নিজ নিজ দলের পতাকা উত্তোলন করেন। এরপর কৃতি খেলোয়াড় সোহান ও তামান্না মশাল প্রজ্জ্বালন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য ( শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানকোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতিবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আগামীকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ