স্টাফ রিপোর্টার দুর্জয়ঃ রাজশাহী রাইফেল ক্লাবের বাৎসরিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সুফিয়ান (সভাপতি, রাজশাহী রাইফেল ক্লাব) ও পুলিশ কমিশনার আরএমপি রাজশাহী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আ ন ইশতিয়াক আহমেদ (ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন ) রাজশাহী রাইফেল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ হাসেন আলী ও কোষাধ্যক্ষ জনাব আবুল হোসেন এবং আজীবন সদস্য ও শুটার গন উপস্থিত ছিলেন। স্বর্ণ ও রৌপ বিজয় শুটার ফাতেমা তুজ জোহরা কে সম্বর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন। রুকাইয়া ফেরদৌস স্নেহা কে বিদায় সম্বর্ধনা প্রদান করেন। উল্লেখ্য ২০২৫ সালের ফেস্টিভ্যাল অফ ইয়ুথ শুটিং (১০ মিটার রাইফেল) মোছা ফাতেমাতুজ জোহরা রাজশাহী রাইফেলস ক্লাবের হয়ে অংশগ্রহণ করে এবং কনিষ্ঠ নারী হয়ে স্বর্ণপদক অর্জন করে।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।