নিউজ রাজশাহী ডেস্ক : রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাঁজি ও পটকাসহ ১ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার মো: আব্দুল কালাম (৪০) রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলার মো: রসুল শেখের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধায়নে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মতিহার থানার বাজে কাজলা এলাকার আব্দুল কালাম তার বাড়িতে বাংলাদেশে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ধরনের আতশবাঁজি ও পটকা মজুদ আছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিমটি রাত সাড়ে ৮ টায় অভিযান পরিচালনা করে আসামি আব্দুল কালামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার বাড়ি তল্লাশী করে বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী কালাম জানায়, থার্টিফাস্ট নাইট উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে এসব আতশবাজি এবং পটকা মজুদ করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।