
নিজস্ব প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ইতোমধ্যে ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্র বাতিল করে নতুন রোল নম্বর দেওয়া হবে। সেই সঙ্গে আসন বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির এক সভায় শুক্রবার সকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি-ইচ্ছুকরা এবার তাঁদের প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন। পাশাপাশি, ‘এ’ (মানবিক) এবং ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে।
‘এ’ ও ‘সি’ ইউনিট:
প্রথম শিফট: বেলা ১১টা – দুপুর ১২টা
দ্বিতীয় শিফট: দুপুর আড়াইটা – বিকেল সাড়ে ৩টা
‘বি’ ইউনিট:
একমাত্র শিফট: বেলা ১১টা – দুপুর ১২টা
বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে পরীক্ষা পাঁচটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আসন বিন্যাসে জটিলতা দেখা দেয়, যেখানে রংপুরের পরীক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রামের পরীক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন বরাদ্দ করা হয়। বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং পরীক্ষার্থীরা পুনর্বিন্যাসের দাবি জানান।
জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে। তবে পূর্বে ইস্যু করা প্রবেশপত্র বাতিল বলে গণ্য হবে এবং শিগগিরই পরীক্ষার্থীদের নতুন রোল নম্বরসহ প্রাথমিক প্রবেশপত্র দেওয়া হবে।
এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের অসন্তোষ দূর হবে বলে আশা করা হচ্ছে।