20.7 C
Rajshahi
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহী জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

print news

নিউজ রাজশাহী ডেস্ক : রাজশাহী জেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ তারিখ নগরীর তেরোখাদিয়া এলাকার একটি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল ও সিনিয়র যুগ্ম আহবায়ক ফায়সাল সরকার ডিকোর সঞ্চালনায় কেন্দ্রীয় যুবদল ও রাজশাহী জেলা যুবদলের সকল ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলাসহ জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা যুবদলের আয়োজনে সভায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, ’রাজনৈতিকভাবে মাঠে থেকে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে। মানুষের পাশে থাকার জন্য বিএনপি চেয়ারম্যানের বার্তা মানতে হবে। কারণ, আগামী নির্বাচনে ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে।’

তিনি বলেন, আন্দোলনে বিএনপি সাড়ে ১৫ বছর মাঠে ছিলো, নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমান। বিএনপি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে একদিনের জন্যও মাঠ থেকে সরে যায়নি। এক এগারোর সময়ে নির্যাতন শুরু হয়েছিলো। সেসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পাইনাল কড ক্ষতিগ্রস্ত হয়েছিলো। তিনি মামলা, অত্যাচার ও জীবননাশের হুমকিতে নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলেন। আগামী দিনে রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নিরেপক্ষ নির্বাচনে বিএনপি জয় লাভ করবে। এদেশের মানুষ ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে কখনও ভুল করে না বলেও জানান যুবদলের সভাপতি। সাংগঠনিক কাজ চলমান প্রক্রিয়া। রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দল কাজ করছে। এটা চলমান প্রক্রিয়া, এটা চলছে বলেও জানান যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ