25.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি রুহুল আমিন

print news

আকাশ সরকারঃরাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন রাজশাহী রেঞ্জ এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজশাহী রেঞ্জ পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার),( পিএইচডি) ও রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম তাঁকে সম্মানসূচক ক্রেস্ট ও আর্থিক পুরস্কারে ভূষিত করেনআইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে তাঁর সাহসিকতা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। ওসি রুহুল আমিনের নেতৃত্বে গোদাগাড়ী থানা সামগ্রিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে। পুরস্কার গ্রহণ করে ওসি রুহুল আমিন বলেন, ‘এই সম্মান গোদাগাড়ী মডেল থানার প্রতিটি পুলিশ সদস্যের প্রাপ্য। তাঁদের আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া এই অর্জন সম্ভব হতো না। উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, একজন কর্মকর্তার এমন অর্জন গোটা থানার জন্য গর্বের বিষয় এবং এটি অন্যান্য পুলিশ সদস্যদের অনুপ্রেরণা জোগাবে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ