আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন বাগমারা থানা পুলিশ।
শনিবার(১৬ নভেম্বর -২০২৪) রাএী ১১টার সময মাদকের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আকরাম আলী ও সাব- ইন্সপেক্টর উৎপল কুমার।
আটক কৃত মাদক ব্যবসায়ীরা হলেন – কাগজিপাড়া গ্রামের মৃত সেফাতুল্লার ছেলে মোঃ জালাল উদ্দীন (৩৬)কে গ্রেফতার করা হয়েছে। জালালা উদ্দীন প্রকৃত পক্ষে চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মামলা রয়েছে।
এলাকার সূত্রে জানা যায়, জানা যায়, জালাল উদ্দীন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব – ইন্সপেক্টর উৎপল কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ১০০ গ্রাম গাঁজা ও ২০০ বোতল পোটেন্সি অ্যালকোহল সহ তাকে গ্রেফতার করেছেন।
এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। আমাদের অভিযান মাদকের বিরুদ্ধে অব্যাহত থাকবে।