31.8 C
Rajshahi
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহীর বাগমারায় বিল কালাইয়ের বিলে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

print news

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের বিল কালাইয়ের বিলে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গিয়েছে।মঙ্গলবার(৮ এপ্রিল -২৫) দিবাগত রাতে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়। এতে মাছচাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে দিশাহারা হয়ে পড়েছেন চাষিরা।

বিলের মৎস্য চাষ প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, এলাকার এক হাজার দুইশত সদস্য নিয়ে বিলের প্রায় ২০০০ বিঘা জমিতে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছিলেন।বিলের ৩০টি কুয়াতে (গভীর ছোট আকৃতির পুকুর) বোয়াল, আইড়, শোলসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ সংরক্ষণ করা হয়। বেশি দাম ও পরবর্তী সময়ে চাষের জন্য মাছগুলো সেখানে সংরক্ষণ করা হয়েছিল।

গতকাল রাতের কোনো এক সময়ে দুষ্কৃতকারীরা কয়েকটি কুয়াতে বিষ প্রয়োগ করে। আজ বুধবার সকালে কুয়ায় থাকায় মাছগুলো মরে ভেসে ওঠে। পরে বিষয়টি টের পান প্রকল্পের লোকজন।প্রকল্পের সভাপতি ও শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন জানান,  এই প্রকল্পে কিছু দুষ্কৃতকারী রাতের আঁধারে বিলে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লক্ষ টাকার মতো ক্ষতি করেছে।

প্রকল্পের সাধারণ সম্পাদক মহসিন রেজা বলেন, স্থানীয় কিছু দুষ্কৃতকারী তাঁদের মাছ চাষকে ব্যাহত ও ক্ষতিগ্রস্ত করার জন্য সেখানে বিষ দিয়ে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। এই বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এবিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, এই বিষয়ে এখনো কোনো মামলা বা অভিযোগ হয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, এটা অমানবিক কাজ বিলগুলোতে মাছ চাষের ফলে অনেক দেশীয় প্রজাতির মাছ রক্ষা হয়।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ