16 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহীর বাগমারায় পুকুর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার 

print news

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় নিখোঁজের একদিন পর ভাসমান লাশ উদ্ধার করেছে বাগমারা পুলিশ। ওই ব্যক্তির নাম নয়ন হোসেন। তিনি শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের আফাজ উদ্দীনের ছেলে।  শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাড়ীর কাছাকাছি একটি পুকুর থেকে লাশ উদ্বার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়,শনিবার দুপুরে মচমইল রাজ বাড়ীর পাশের পুকুরে ভাসমান লাশ দেখতে পাই এলাকার লোকজন শনাক্ত করেন যে, নয়নের লাশ। পরে পুলিশকে খবর দিলে দুপুর দুইটায় ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেছে।

তার স্রী রানী খাতুন জানান, তার স্বামী একজন ভ্যানচালক গত শুক্রবার তিনি ভ্যানটি বিক্রি করেন। শুক্রবার বিকালে বাজারে গেলেও রাতে আর বাসায় ফিরেনি। বিভিন্ন স্থানে খোজা খুজি করে কোথাও পাওয়া যায়নি। কিভাবে তার স্বামী মৃত্যু হয়েছে তিনি বলতে পারছেন না। নয়ন হোসেন নেশা করতো বলে জানিয়েছেন এলাকাবাসী।তবে শরীরে কোন আঘাতের চিহ্ন নাই বলে জানিয়েছেন প্রত্যক্ষদশীরা।

এবিষয়ে বাগমারা থানার ওসি তোহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।তার মৃত্যুর কারন খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ