নিউজ রাজশাহী ডেস্ক : গত ৩ জানুয়ারি ২০২৫ খ্রি. রাজশাহী জেলার মোহনপুর থানাধীন সইপাড়া হতে রাত ১০.৩৫ টায় দুইজন মাদককারবারিকে ১০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মোঃ রুবেল রানা (২৮) ও ২। মোঃ তমিজ উদ্দিন (৩৫)। মোঃ রুবেল রানা মোহনপুর থানাধীন সইপাড়া গ্রামের মৃত ইদ্রিস প্রামানিকের পুত্র এবং মোঃ তমিজ উদ্দিন একই থানার ভাতুরিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ৩ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ১০.০৫ টায় মোহনপুর থানাধীন কেশরহাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মোহনপুর থানাধীন সইপাড়া গ্রামস্থ মোঃ আঃ কুদ্দুস-এর পানের বরজের ভিতরে দক্ষিণ-পশ্চিম কোণে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ফোর্স-সহ গত ৩ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ১০.১৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ১০.৩৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ রুবেল রানার দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান পার্শ্বের কোঁচর হতে একটি সাদা রঙের স্বচ্ছ পলিথিন দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং একইভাবে মোঃ তমিজ উদ্দিনের দেহ তল্লাশি করে তার নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাদেরকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, মোঃ তমিজ উদ্দিনের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।