নিউজ রাজশাহী ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪ টায় রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: এরশাদ আলী ঈশা এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো: শরিফুল হক।
এসময় শহীদ জিয়াউর রহমানের স্মরণে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি একজন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি শিশুদের অনেক ভালোবাসতেন। শিশুদের মেধা বিকাশিত করার জন্য জিয়াউর রহমানের জীবনগাথা অত্যন্ত মূল্যবান।
তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এসকল শিশুদের জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত করতে প্রতিনিয়ত এমন আয়োজন করতে হবে তবেই শিশুদের নিয়ে জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিলো যে, আজকের শিশুরাই আগামী দিনে একটি উজ্জ্বল ও স্বাধীন দেশ গড়বে সেটি বাস্তবায়ন হবে।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ। এরপর অতিথিবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাজশাহী শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।