14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে গুলি, বাবা নিহত

print news

নিউজ রাজশাহী ডেস্ক : রাজশাহীতে পৌর যুবদলের সাবেক সদস্য সালাউদ্দিন মিন্টুর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তার বাবা মো. আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে মারা যান।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সালাহ উদ্দিন মিন্টুর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় দরজা ভেদ করে একটি গুলি আলাউদ্দিনের কোমরে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় রাতেই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সালাহউদ্দিন মিন্টু জানান, কিছু বিষয় নিয়ে এলাকায় দুই পক্ষের বিরোধ চলছিল। মীমাংসার জন্য উভয়পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। এরপর বাড়ি ফেরে তিনি। বাড়ি ফেরার ৩০ মিনিট পরই তার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা ১০-১২ জন ছিলেন।

বিষয়টি জানতে চাইলে এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন বলেন, দুইটি পক্ষ থানায় আপস মীমাংসার জন্য বসেছিল। তারপর নাকি একপক্ষ গিয়ে মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ করেছে। তবে এলাকাটি মখদুম থানা এলাকায় পড়েছে। এ ব্যাপারে মখদুম থানা-পুলিশ ব্যবস্থা নেবে।

মখদুম থানার ওসি মাহবুব আলম বলেন, ‘হাসপাতালে অপারেশন থিয়েটারে আলাউদ্দিন মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হবে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ পর্যন্ত সন্দেহভাজন কেউ আটক হয়েছে কি-না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে এটা এখনও বলা যাচ্ছে না।’

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ