30 C
Rajshahi
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা

print news

নিজস্ব প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে মাড়িয়া গ্রামে এই হামলার শিকার হন পুলিশ কনস্টেবল আবু হানিফ। জেলা পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত আবু হানিফ মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি মো. সজিবও আহত হন।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানায়, রাত ৯টার দিকে ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গেলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। হামলায় আবু হানিফ ও সজিবকে ছুরিকাঘাত করা হয়। তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা এখন শঙ্কামুক্ত।

এই ঘটনায় চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার দুপুর পর্যন্ত অভিযান চলছিল।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ