আল মামুন তুষার, চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে বিএসটিআই অনুমোদন ছাড়া বিভিন্ন প্রসাধনী ও নকল সামগ্রী বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে ২টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় চারঘাট বাজারের সকল ঔষধের দোকান বন্ধ করে পালিয়ে যায় দোকানীরা। বৃহস্পতিবার দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেনের নেতৃত্বে চারঘাট বাজারে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এক শ্রেণীর অসাধু ব্যাক্তিরা দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে প্রসাধনী সামগ্রী এনে নকল পন্য তৈরী করে বাজারজাত করে আসছে। তারই প্রেক্ষিতে বৃহস্পতি দুপুরের দিকে জানা যায় চারঘাট বাজারে ভারতীয় চোরাই পন্য নকল প্রসাধনী বিক্রি করছেন। এমন সংবাদ পেয়ে চারঘাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপুল পরিমানের ভারতীয় চোরাই পন্য ও নকল প্রমাসাধনী বিক্রির অভিযোগে রিয়া রোসনী এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা এবং জিয়া প্রসাধনীকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দুজনের কাছে সর্ব মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, চারঘাটে কোন ধরণের অনিয়ম মেনে নেয়া হবে না। অনসন্ধানে চারঘাটে যেসব বিষয়ে অনিয়ম ধরা পড়বে সেগুলোকে বন্ধ করতে ধারাবাহিক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। এ জন্য সকল শ্রেণী পেশার জনতার সহযোগীতা কামনা করেছেন বিচারক আরিফ হোসেন।