16 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহীতে প্রথমবারের মতো ডিজিটাল আমন্ত্রণ পত্রের উদ্বোধন

print news

স্টাফ রিপোর্ট : রাজশাহীতে প্রথমবারের মতো ডিজিটাল আমন্ত্রণ পত্র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ডিজিটাল আমন্ত্রণ পত্র ভিডিও বার্তা প্রেরণের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

ডিজিটাল আমন্ত্রণ পত্র ভিডিও বার্তায় তিনি বলেন, রাজশাহী বরাবরই একটি স্বাস্থ্যকর ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। কিন্তু তারপরও আপনাদের সকলের স্বাস্থ্য অনেক সময় চ্যালেঞ্জিং অবস্থায় থাকে স্বাস্থ্য ঝুঁকি থাকে। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য সুরক্ষায় হাঁটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ সুযোগটিকে কাজে লাগিয়ে দৃষ্টিনন্দন ও সুন্দর পরিবেশে হাটার আয়োজন করেছি রাজশাহী সিটি কর্পোরেশন। আমাদের সাথে শিক্ষার্থী ও নগরবাসীসহ আরো অনেকেই সংযুক্ত আছে। আগামী ১লা ডিসেম্বর থেকে শহীদ এএইচএম কামারুজ্জামান পার্কে প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত হাঁটার ব্যবস্থা করেছি। ১লা ডিসেম্বর সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত। আসুন আমরা একটি সুন্দর স্বাস্থ্য, সুন্দর দেশ ও সুন্দর রাজশাহী মহানগরী গড়ে তুলি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর আরও বলেন, প্রযুক্তি আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল ও কার্যকর করতে সহায়তা করে। প্রযুক্তি-ভিত্তিক যোগাযোগ ব্যবস্থাকে প্রশাসনের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিতে এটি আরেকটি উদ্যোগ। এই উদ্যোগ জনগণের সঙ্গে সরকারের সম্পর্ককে আরও দৃঢ় করবে। এই অনন্য উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এই উদ্যোগে সহায়তা করেছেন নিহাদ হাসিন সরল এবং মো. জহরুল হক অভিসহ সাধারণ শিক্ষার্থীরা। এজন্য তাঁদের ধন্যবাদ জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ