
নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে ট্রেনে কাটাপড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সে রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার মোশারফ হোসেনের ছেলে মোবাশ্বর হোসেন (২৮) । সে তার বাবার দোকান দেখাশোনার কাজ করতো বলে জানা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে কাটাখালি এলাকার হাজরাপুর গ্রামে এই ঘটনা। পরে খবর পেয়ে রাজশাহী রেলওয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্ডান মরচুয়ারি( সুরতহাল রুম) বিভাগে রাখা হয়।
রাজশাহী রেলওয়ে পুলিশের এসআই রনিসাহা জানান, ট্রেনেকাটা পড়ে মৃত্যুর সংবাদ পেয়ে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এক যুবকের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মনে হয়েছে এটি আত্মহত্যা। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।