28.4 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

print news

নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা এবং আশপাশের উপজেলাগুলোর বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাত শুরু হয়। কৃষি অফিস জানিয়েছে, বৃষ্টির ফলে আম, ধান, গমসহ সব ধরনের ফসলের উপকার হবে।

আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে, সকাল ১১টা পর্যন্ত সূর্য দেখা যায়নি এবং রবিবার রাত থেকে রাজশাহীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এরপর সোমবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মেলে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

রিকশাচালক মাইনুল ইসলাম বলেন, “হালকা বৃষ্টি হওয়ায় স্বস্তি এসেছে। গত দুই-তিন দিন প্রচণ্ড গরম ছিল। শীতের শেষে এমন বৃষ্টির পানি ঠান্ডা ছিল, খুব ভালো লাগছে।”

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আনোয়ারা বেগম জানান, বৃষ্টির ফলে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দিনের বেলা আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, এবং সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও, মেঘের কারণে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তেও পারে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা বলেন, “এই বৃষ্টি আমের জন্য ভালো। এর ফলে আমের বোঁটা শক্ত হবে। দীর্ঘদিন খরার পর হালকা বৃষ্টির কারণে কৃষকের জন্য উপকার হবে, তবে আমের বাগানে সেচ দেওয়ার প্রয়োজন রয়েছে।”

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ