30 C
Rajshahi
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি ও গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

print news

নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর নগরীর শিরোইল কলোনী এলাকায় রাজশাহী মহানগরীর অন্তর্গত চন্দ্রিমা থানা বিএনপির আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চন্দ্রিমা থানা বিএনপি আহবায়ক ফাহিজুর হক ফাহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. এরশাদ আলী ঈশা।

চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব সদস্য সচিব মনিরুল ইসলাম জনির সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপ¯ি’ত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ।

এসময় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান মন্টু, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটনসহ নগর বিএনপি ও চন্দ্রিমা থানা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার প্রকৃত দোসররা আমাদের ক্ষতিসাধন, বিএনপির উন্নয়নের অগ্রযাত্রার পদে পদে বাধা সৃষ্ট করেছে। সেই দোসররা যেন আমাদের আর কোন ক্ষতি না করতে পারে, তাই আমাদের একতা দরকার। এ সময় আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি সুন্দর দেশ গড়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এদেশের মানুষ স্বৈরাচার শেখ হাসিনা ও এরশাদকে বিতাড়িত করেছে। শেখ হাসিনার পতনের পরও দেশে গণতন্ত্র ফিরে আসেনি। যারা দায়িত্বে আছেন, তাদেরকে দ্রুত নির্বাচনের ব্যব¯’া করার আহবান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

দোয়া শেষে দলীয় নেতা-কর্মীসহ সকলস্তরের সাধারণ মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ