গোলাম রাব্বানী মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (সাময়িক বহিষ্কৃত) শফিকুল ইসলামের বিরূদ্ধে দায়ের করা মামলার বাদি আজিজ প্রামণিককে অপহরণের একদিন পর উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালত চত্বর থেকে আজিজকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। এর আগেরদিন গত ৪ ডিসেম্বর সকালে কেশরহাট বাজার থেকে আজিজ অপহরণ হলে ঐদিন রাতেই সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেন আজিজের বড় বোন সামরোজ বিবি।
জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে আজিজ প্রমাণিককে উদ্ধার করেছে ডিবি পুলিশ। অভিযোগ থেকে পাওয়া তথ্য মতে, উপজেলার বেলনা গ্রামের কুরবান প্রামাণিকের ছেলে আজিজ বাড়ির বাজার করতে কেশরহাট বাজারে গেলে শফিকুল মাষ্টার তার লোক দিয়ে ডেকে নিয়ে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে আজিজের ফোন বন্ধ পাওয়ায় এবং আজিজের প্রাণ সংশয় হওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেন বড় বোন। অভিযোগ থেকে আরো জানা গেছে, গত দু-মাস আগে এই মামলা তুলে নিতে আজিজের বাড়ি ঘিরে রাখা হয়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, সকালে আদালত থেকে ভিকটিমকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে জেলা ডিবি পুলিশ। ভিকটিমকে থানায় হস্তান্তর করা হলে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।