23.2 C
Rajshahi
মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

রাঘববোয়ালতো বটেই চুনোপুঁটিরাও ডেভিল হান্টে ছাড় পাবে না -স্বরাষ্ট্র উপদেষ্টা

print news

নিউজ রাজশাহী ডেস্ক : চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে বড় বড় রাঘববোয়ালতো ধরা পড়বেই, চুনোপুঁটিরাও ছাড় পাবে না। যারা শয়তান, শুধু তারাই এ চলমান ডেভিল হান্টে অভিযানে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাচ্ছে না। এ অপারেশন ততদিন চলবে যতদিন দেশ শয়তানদের কু-নজর ও কু-কর্ম থেকে মুক্ত না হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জেলা প্রশাসক রাজশাহীর সম্মেলন কক্ষে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় এসব এসব তথ্য উপস্থাপন করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেনো ধরা না খেয়ে শাস্তি না পায়, সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‘সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিপরীতে সাধারণ মানুষের ভূমিকা প্রশংসনীয় তবে সাধারণ জনগণের আইন হাতে তুলে নেয়া ঠিক হবে না বলে মত দেন। এছাড়াও রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নেই, কিছু ডিলার শয়তানী করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় সময় উপস্থিত ছিলেন, এগারো পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শেখ মারুফুর রহমান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ, র‌্যাব ৫ এর অধিনায়ক মেজর মাসুদ হায়দার, বিভাগীয় কমিশনার খন্দকার আজীম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বিভাগের সকল জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর,কৃষি মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ