26.7 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

যবিপ্রবির হলে মাদকসেবনের বিরুদ্ধে মধ্যরাতে বিক্ষোভ মিছিল

print news

নিউজ রাজশাহী ডেস্ক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসীয়ূর রহমান (শ.ম. র.) হলে মাদকসেবন বন্ধে ও সেবনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে মধ্যরাতে বিক্ষোভ-মিছিল করেছে আবাসিক হলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় শহীদ মসীয়ূর রহমান হলের ভেতর ধূমপান-মাদক বন্ধে ও সেবনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিক্ষোভ মিছিল করেছে হলের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, আমাদের ক্যাম্পাসে যেইখানে মাদক সেবন নিষিদ্ধ সেইখানে দিনের আলোয় কিভাবে মদপান করে প্রশাসনের কাছে তার জবাব চাই। এই হলের ৫ তালা সহ বিভিন্ন রুমে মাদক সেবন করা হয়। মাদকের গন্ধে রুমে থাকা যায় না, এগুলো হলের শিক্ষার পরিবেশ নষ্ট করে দিচ্ছে। প্রশাসন কেনো এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না? এন্টি ড্রাগ সোসাইটি আছে আমাদের ক্যাম্পাসে তাদেরও কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায় না। যত দ্রুত সম্ভব প্রশাসনকে এই মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিক্ষোভ মিছিলে শ. ম. র. হলের আবাসিক শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, মাদক সেবন করলে মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। এই মাদক মস্তিষ্ক কে ধ্বংস করে দেয়। তাই আসুন আমরা সবাই মাদক থেকে দূরে থাকি।

যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাটির সদস্য সচিব আরমান বলেন, আমাদের কার্যক্রম নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে তাই বলতে চাই আমাদের কাজ হচ্ছে মাদকের সম্পর্কে সকলকে সচেতন করা। পাশাপাশি আমাদের প্রশাসনকে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান করা। হলে মাদক সেবন বিষয়ে প্রভোস্ট স্যারের সাথে কথা বলেছি তিনি আশ্বাস দিয়েছেন এর বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা বরাবর-ই বলে আসছি শিক্ষার্থীদের নিদির্ষ্ট সময় পর পর ডোপ টেস্ট করানোর জন্য। এটা করা গেলে বিশ্ববিদ্যালয়ে মাদক অনেকটাই নির্মূল হয়ে আসবে।

ধূমপান-মাদকসেবন বন্ধের বিষয়ে শহীদ মসীয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো: মজনুজ্জামান বলেন, আমি কখনোই চাইবো না বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী মাদকাসক্ত হয়ে যাক। হলে যেন কেউ মাদক সেবন করতে না পারে এর জন্য আমি নতুন একটি কমিটি গঠন করেছি। আশা করি হলে মাদকসেবন দমন করার জন্য উক্ত কমিটি কাজ করবে ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ