নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মোহাম্মদপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মোহাম্মদপুর হাউজিং এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। এ সময় নকশাবিহীন কয়েকটি ভবনে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সংস্থাটি। অভিযানটি পরিচালনা করেন রাজউকের পরিচালক (জোন-৪) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকালে শেষ হয়। অভিযানে অবৈধ কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম বলেন, এ এলাকায় নকশাবিহীন নির্মাণাধীন সকল ভবনে ইতিমধ্যে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছে। রাজউকের নোটিশ অমান্য করে ভবন মালিক নির্মাণ কাজ চলমান রাখায় কয়েকটি বহুতল ভবনের আংশিক ভেঙে ফেলাসহ তিনটি ভবনে জরিমানা করা হয়। সিমেক্স প্রোপার্টিজ লিমিটেডের একটি বহুতল ভবনে তিন লক্ষ টাকার এবং মোহাম্মদপুর তাজমহল রোডের একটি ভবনে এক লাখ টাকা অন্য একটি ভবনে ৫০ হাজার টাকাসহ মোট সাড়ে চার লক্ষ টাকা জরিমানা করা হয়। ডিপিডির উপ-সহকারী প্রকৌশলীর সহায়তায় নির্মাণাধীন দুইটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতীত ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা প্রদান করেন।
এছাড়াও কয়েকটি ভবনের মালিক রাস্তায় জায়গা দখল করে র্যাম্প তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। রাস্তার জায়গা দখল করে র্যাম্প নির্মাণ করে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
স্থানীয়রা জানান, স্বতঃস্ফূর্তভাবে আমরা এলাকার মানুষ রাজউকের এই অভিযানে সহযোগিতা করি। এলাকাবাসী মনে করে রাজউক নিয়মিত এই ধরনের অভিযান চলমান রাখলে কেউ নকশা ছাড়া ভবন করতে সাহস পাবে না।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জোন-৫ এর পরিচালক, মোঃ হামিদুল হক, অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন,সহ অথরাইজড অফিসার মোঃ মেহেদী হাসান,প্রধান ইমারত পরিদর্শক মো. সাব্বির আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুল সাত্তার, তুহিন রেজাসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।