গোলাম রাব্বানী, মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর, ২০২৪ ইং) তারিখ দুপুরে উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অসঙ্গতির বিষয়ে মতামত দেন অভিভাবক ও শিক্ষার্থীরা। মতামতের ভিত্তিতে প্রাসঙ্গিক বিষয়ে সমাধানের আশ্বাস দেন সুধী সমাবেশের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা।
সমাবেশ অন্তর বিদ্যালয়ের হলরুমে শিক্ষক ও সুধীজনদের নিয়ে বৈঠক করেন সংশ্লিষ্টরা। এসময় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে পৃথক কমিটির অনুমোদন দেন বিদ্যালয়টির সভাপতি আয়শা সিদ্দিকা।
বৈঠকে বিদ্যালয়ের এডহক কমিটি গঠন, প্রধান শিক্ষক (সাময়িক বরখাস্ত) শফিকুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) শহিদুজ্জামান এর পাল্টাপাল্টি অভিযোগ তদন্তে চারটি পৃথক কমিটি গঠন করে তদন্তের অনুমোদন দেয়া হয়। সকল শিক্ষককে একত্রে কাজ করে বিদ্যালয়টির উন্নয়ন করা আহবান জানান বৈঠকে উপস্থিত সুধীজনরা।
উক্ত সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুসবর রহমান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম রাসেলসহ শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজনদের অনেকে।