গোলাম রাব্বানী : রাজশাহীর মোহনপুরে দেশীয় মদ পটেনসি (কট) খেয়ে তিনজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও হার্টফেল করে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। মদ খেয়ে আরো চার জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত মারা গেছে তিনজন। পরদিন বৃহস্পতিবার সকালে মারা গেছে একজন। এদের তিনজন হাসপাতালের বাইরে মারা গেলেও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মোহনপুর থানা আইনশৃঙ্খলা বাহিনী সুত্রে ও নিহতের গ্রামবাসী সূত্রে এমন খবর মিলেছে।
নিহতরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮), মোংলার ছেলে একদিল (৫০) ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল (২৫)। এদের মধ্যে বৃহস্পতিবার সকালে হার্টফেল করে মারা যান মোংলার ছেলে একদিল। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে।
আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬), সাঈদ আলীর ছেলে মোনা (২৮) ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ধোড়সা গ্রামের হান্নান দেশীয় মদ পটেনসি (কট) ব্যবসায়ী। তার কাছ থেকে ক্রয় করে নিহত মন্তাজের বাড়িতে বসে মদ পান করে এই ৭জন। তারপর থেকে এ রিপোর্ট লিখা পর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, থানা পুলিশ তদন্ত করে এসেছে। দেশীয় মদ খাওয়ার ঘটনায় মারা গেছেন তিনজন। আর হার্টফেল করে মারা গেছেন একজন।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।