গোলাম রাব্বানী মোহনপুর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন বলেছেন, “শেখ হাসিনা সারাদেশে একনায়তন্ত্র কায়েম করে দেশের সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছিল। সে কখনোই দেশের জন্য চিন্তা করেনি। সে তো তার দলের নেতাকর্মীদের কথাই ভাবেনি। সে যখন পালিয়েছিলো তার আগে তার বংশের ভাই-ভাইস্তাদের আগে বিদেশে পাঠিয়েদিয়েছিলো। শেখ হাসিনা মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দেশ ছেড়ে পালিয়েছিলো। পালিয়ে যাওয়ার আগে সে তার নেতাকর্মীদের কথাও ভাবেনি।”
মঙ্গলবার (১১ ই মার্চ) বিকেলে মোহনপুর উপজেলার মৌগাছী উচ্চ বিদ্যালয় মাঠে মৌগাছী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এগুলো কথা বলেন।
আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ তিনি আরো বলেন,“আমরা যখন এই ভোট চাইতে আসতাম তখন আমাদের নানা ভাবে বাধা ও হয়রানি করা হতো। আমাদের অফিস ভাংচুর করা হয়েছিল। আমরা তারপরেও আমাদের মনোবল হারায় নাই। আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আপনারা জানেন একসময় বিএনপি করলে কোন সরকারি চাকুরী জুটতো না, ভালো ভাবে ব্যবসা করতে পারতো না, এমনকি বিএনপির নেতার মেয়ের বিয়ে দিতে গেলে ভালো পাত্র জুটতো না। তারপরেও দলের প্রতি এক মহান ভালোবাসা দিয়ে আমার দলের নেতাকর্মীরা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে শত বাধা অত্যচার সহ্য করে দল করে গেছেন আপনারা।”
ইফতার ও দোয়া মাহফিলে মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নূর-এ-আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা রায়হানুল আলম রায়হান, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ শেখ মোঃ মোকবুল হোসেন, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুন ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব উর রশিদ, কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো, শিক্ষক নেতা জাইদুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মৌগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনূছ আলী। উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এইসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।