নিজস্ব প্রতিবেদক : মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে চুরির বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার রাতে প্রথমে ব্যাংকের পেছনে জানালা গ্রিল কেটে চোর দলের সদস্যরা ব্যাংকে প্রবেশ করে। এরপর ভোল্টের তালা ভেঙে লুট করে নিয়ে যায় প্রায় ৬ লাখ ৩৩ হাজার টাকা। পরে বৃহস্পতিবার সকালে দায়িত্বরতরা ব্যাংকে আসলে চুরির বিষয়টি বুঝতে পারেন।
এজেন্ট ব্যাংকের ম্যানেজার আব্দুল গাফফার বলেন, বৃহস্পতিবার সকালে ব্যাংকের পিয়ন হাসিবুল প্রথমে চুরির বিষয়টি লক্ষ্য করেন এবং আমাকে ফোন করে বিষয়টি জানান। আমি দ্রুত ব্যাংকে এসে দেখতে পাই জানালার গ্রিল কাটা, ভোল্টের তালা ভাঙা এবং সিন্দুক ভাঙা অবস্থায় রয়েছে। বুধবার দিনের হিসাব শেষে ব্যাংকে ৬ লক্ষ ৩৩ হাজার টাকার বেশি জমা রাখা হয়েছিল, যা চোরেরা চুরি করে নিয়ে গেছে।
এদিকে চুরির খবর পাওয়ার পর পর স্থানীয় থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসে। সকাল থেকে একে একে ঘটনাস্থলে ছুটে আসেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর ইসলাম খান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এবং জেলা গোয়েন্দা শাখার ওসি গোপাল চন্দ্রসহ পুলিশের ঊর্ধ্বতনরা।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, চুরির ঘটনাটি উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। সন্দেহভাজন হিসেবে ৪ জনকে মুজিবনগর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে