13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

মুন্সীগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত ১০

print news

নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদরে ছাত্রদল ও ছাত্রলীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুরের দিকে মিরকাদিম পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। দুই পক্ষের উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া থামাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় সাত জনকে আটক করা হয়।

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুর দেড়টার দিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহারিক পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণ করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল হয়। পরে ছাত্রলীগ কর্মীর পক্ষের লোকজন দুর্জয় আহমেদ ও ছাত্রদল কর্মী আল আমিন সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ওই প্রতিষ্ঠানের কয়েকজন সাধারণ শিক্ষার্থী।

এ ঘটনায় আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ (২৪), ছাত্রদল কর্মী আল আমিন রক (১৯), কামরুল হাসান রবিন (২২), তনয় (২২), মেহেদি (২১), রিপন (২১), মোহিত (২১), রাকিবুল (২২), আলিফ (২১)।

আহত ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ বলেন, আমি এক সময় ছাত্রলীগ নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তবে আমি কোনো পদে নেই। রোববার পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা।

আহত ছাত্রদল কর্মী আল আমিন রক বলেন, বহিরাগত লোক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের এক সহপাঠীর উপর হামলা করে। পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে আটক করা হয়েছে। তবে কোনো পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ