24.7 C
Rajshahi
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

মুক্তিপণ না পেয়ে তৃতীয় শ্রেণির শিশুকে শ্বাসরোধে হত্যা, আটক ৩

print news

রংপুর প্রতিনিধিঃ লালমনিরহাটে সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণের টাকা না পেয়ে ১০ বছরের শাকিলকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।

লালমনিরহাট সদর এ সার্কেল (এসপি) ফজলুল হক মঙ্গলবার (১১ মার্চ) এ কথা বলেছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার গোকুণ্ডা ইউনিয়নে একটি সেপটিক ট্যাংকের ভিতর থেকে দশ বছরের শিশু শাকিলের মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সোমবার সকাল থেকে শাকিল নিখোঁজ ছিল। শাকিলের পরিবারকে রাতে একটি নম্বর থেকে ফোন করে ৩ লক্ষ টাকা দাবি করে। পরে, যখন শাকিলের পরিবার সদর থানায় এই নম্বরটি দিয়েছিল, তখন পুলিশ সোহানকে (১৮) এবং তার বাবা এবং মাকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেছিল।

রাতারাতি জিজ্ঞাসাবাদ চলাকালীন তারা অবশেষে বিভিন্ন তথ্য দিয়ে শাকিলকে হত্যা করার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুসারে, পুলিশ, ডিবি পুলিশ এবং লালমনিহাট সদর থানার সহায়তায় সোহানের বাড়ির পিছনে সেপটিক ট্যাংক থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

মরদেহ উদ্ধার করার সময় আশপাশের মানুষের আহাজারিতে থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছিল । ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শাকিলের বাবা শফিকুল তিনি তার আরেক সন্তান নিয়ে চট্টগ্রামের থাকেন। শাকিলের মা একজন দৃষ্টিপ্রতিবন্ধী নারী। শাকিল তার নানীর সঙ্গে লালমনিরহাটে থাকতো এবং পার্শ্ববর্তী একটি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়তে ।

এক্ষেত্রে এসপি ফজলুল হক বলেছিলেন যে তথ্য প্রযুক্তির সহায়তায় তিনজনকে রাতারাতি জব্দ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পরে তাদের দেওয়া তথ্য অনুসারে শাকিলের দেহ উদ্ধার করা হয়েছিল।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ