13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের পর হত্যার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

print news

নিজস্ব প্রতিবেদক : রংপুর মহানগরীর একটি মাদরাসা থেকে সিয়াম (১১) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ। বলাৎকারের পর ওই শিক্ষার্থীকে হত্যা করার অভিযোগ এনে থানায় মামলা করেছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে নগরীর বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের তৃতীয় তলার টয়লেট থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বলাৎকার ও হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শিক্ষক আব্দুর রহমান ও শিক্ষার্থী মোকলেছ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামের কাঠমিস্ত্রী মনোয়ার হোসেন ভুট্টুর ছেলে সিয়াম ইসলাম (১০) ওই মাদ্রাসায় নাজেরা শাখায় চলতি বছরের ৭ নভেম্বর ভর্তি হয়।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাগরিবের নামাজের সময় অন্যান্য অন্যান্য শিক্ষার্থীরা নামাজ পড়তে আসলেও সিয়াম নামাজ পড়তে না আসায় শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে খুজঁতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে মাদ্রাসা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে সিয়ামের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত সিয়ামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে, শিশু সিয়াম ইসলামকে বলাৎকারের পরে হত্যা করা হয়েছে। এমন বেশ কিছু আলামতও উদ্ধার করেছে।

বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এমন ঘৃণ্য কাজের সঙ্গে যারা জড়িত তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।

এ ব্যাপারে মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় সিয়ামের বাবা মনোয়ার হোসেন ভুট্টু বাদী হয়ে থানায় একটি বলাৎকার ও হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে ঘটনার সঙ্গে কারা কারা জড়িত ওই মাদ্রাসায় অন্যান্য শিক্ষার্থীরা বলাৎকারের শিকার হয়েছে কিনা সার্বিক বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ