নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্যকর তিন খুনের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত সরংঞ্জাম।
মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান।
গ্রেপ্তাররা হলেন- মুকুল বেপারী, ফয়সাল তালুকদার, রবিউল তালুকদার, অমিত তালুকদার, সম্রাট তালুকদার, বেলায়েত মৃধা, মাহবুব আলম, শান্ত হাওলাদার, মোতালেব হোসেন, মতু হাওলাদার ও বেলায়েত মৃধা। তাদের বিরুদ্ধে দুটি হত্যা ও একটি জখমের মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার রাতে হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল তালুকদারকে নিয়ে অভিযানে গিয়ে নামে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। টানা অভিযান চালিয়ে বিভিন্ন স্পট থেকে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, গত ২৭ ডিসেম্বর সংগঠিত তিন খুনের ঘটনায় কালকিনি থানায় দুটি হত্যা ও একটি জখমের মামলা হয়েছে। এতে প্রায় ২শ’ জনকে এজাহারভুক্ত এবং আরও প্রায় ২শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৮নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদার নিহত হন। তাছাড়া গুরুতর আহত হন অন্তত পাঁচজন। পরে এ ঘটনায় চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে এক নাম্বার আসামী করে মামলা দায়ের হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।