19.5 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

মহান বিজয় দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা

print news

হৃদয় পারভেজ : মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

সোমবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় সংগঠনটির সংবাদকর্মীরা।
এর আগে রাকসু ভবনে অবস্থিত সংগঠনটির কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাংবাদিকরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে রুরু’র সাধারণ সম্পাদক মারুফ হাসানের সঞ্চালনায় সভাপতি লাবু হক বলেন, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা বিজয় দিবস পাই।পরবর্তীতে ৫ আগস্ট আরেকটি বিজয় পেয়েছি।আজকের দিনে আমার আহবান থাকবে প্রতিটি বিজয়ই বিজয়। সেটা ৫ আগস্ট হোক আর ১৬ ডিসেম্বর হোক। সাংবাদিক হিসাবে আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, আমরা যেন কোন বিজয়ের ইতিহাস বিকৃত না করি। আমাদের লিখনির মাধ্যমে বিজয়ের ইতিহাসগুলো যেন সঠিকভাবে তুলে ধরি।
তিনি আরও বলেন, আরেকটা বিষয় হলো আমরা অনেক চেতনাবাজ লোকজনদের দেখেছি, যারা মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু অন্তরে তা লালন করে না। কিন্তু সাংবাদিক হিসেবে আমাদের সেটা উপলব্ধি করতে হবে। আমরা চোখের সামনেই দেখলাম ২৪ এ কত মানুষ মারা গেল,কত বিভীষিকাময় অবস্থা। কিন্তু ৭১ এ ২৪’ এর তুলনায় কয়েকশ গুণ মানুষ মারা যায়।সন্তানের সামনে মা, মায়ের সামনে মেয়ে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হয়েছে।তাহলে সেই সময়ের বিভীষিকাটা কত বেশী ছিলো সেটা আমরা অন্তর দিয়ে ভাবলেই ১৬ ডিসেম্বরকে বুকে ধারণ করতে পারব।
এসময় রাবি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম, অর্থ সম্পাদক সোহাগ আলী, সাংগঠনিক সম্পাদা মাহাবুব বিল্লাহ, দপ্তর-সম্পাদক আলজাবের আহমেদ, কার্যনির্বাহী সদস্য আরিফুজ্জামান কোরবানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ