22.6 C
Rajshahi
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

মহাদেবপুরে সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

print news

নিজস্ব প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ভ্রমণে বেড়িয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আব্দুল্লাহ আল শামী (২১) নামের এক শিক্ষার্থীর। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন শিক্ষার্থী। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার হাতুড় ইউপির মুখইর মোড় নামক স্থানে।

নিহত আব্দুল্লাহ আল শামী মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের চাচাতো ভাই কায়েস্ত পাড়া নিবাসী আজমল হক বিমানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় আহতরা হলেন- নিহত শাফীর ছোট ভাই শাফিন হোসেন (১৯), একই এলাকার শাহীনের ছেলে ফারহান সাদিক (২০), পুলিশ অফিসার মাসুদ রানার ছেলে রায়হান (২০) তাপস সরদারের ছেলে অহন (২১)।

তারা সকলেই উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এদিন রাতে নিহত আব্দুল্লাহ আল শামী তার ছোট ভাইসহ অন্যদের নিয়ে নিজে প্রাইভেট কার চালিয়ে এলাকায় ভ্রমণে বের হন। এসময় তারা নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড়ে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পরে যায়।

গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল শামীর মৃত্যু হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল শামীকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার (ওসি) ইনচার্জ শাহীন রেজা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ