নওগাঁ প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে উদযাপন করেন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ ও মহাদেবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা ও উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খুরশিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: ইব্রাহিম খান, সাংবাদিক লিয়াকত আলী বাবলু প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসনের সামনের সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।