13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

মহাকাশে যুক্তরাষ্ট্রের রেকর্ড ভাঙলো চীন

print news

অনলাইন ডেস্ক : উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির সবশেষ মাইলফলক হিসেবে যুক্তরাষ্ট্রের রেকর্ড ভাঙলো চীন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চীনের দুই নভোচারী ৯ ঘণ্টা স্পেসওয়াক সম্পন্ন করেছেন। এই রেকর্ড ২০০১ সালে বিশ্বের দীর্ঘতম স্পেসওয়াকের মার্কিন রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

শেনঝু-১৯ মহাকাশ অভিযানের ক্রু সদস্য কাই জুঝে ও সং লিংডং রাত ১০টার কিছু আগে ৯ ঘণ্টার স্পেসওয়াক শেষ করেন। চায়না ম্যানড স্পেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এর আগে ২০০১ সালের ১২ মার্চ ৮ ঘণ্টা ৫৬ মিনিটের স্পেসওয়াক রেকর্ড গড়েছিলেন মার্কিন নভোচারী জেমস ভোস ও সুসান হেলমস।

একজন নভোচারী যখন মহাকাশযান থেকে বাইরে বের হয়ে মহাকাশে কোনো ক্রিয়াকলাপ করে, তখন এ ঘটনাকে স্পেসওয়াক বলা হয়।

চীন নিজেকে মহাকাশে প্রধান খেলোয়াড় হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশটির ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান জটিল রোবোটিক চন্দ্র মিশন পরিচালনা করেছে। এর মধ্যে চলতি বছরের শুরুতে চাঁদের দূরবর্তী অংশ থেকে নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসাটা ছিল গুরুত্বপূর্ণ বিষয়।

চীন সম্প্রতি চাঁদে মিশনের জন্য একটি বিশেষভাবে ডিজাইন করা স্পেসস্যুটও উন্মোচন করেছে। ২০৩০ সালের মধ্যে নতুন ওই অভিযান চালাবে তারা।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ