13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

ব্রহ্মপুত্র নদে ডুবে প্রাণ গেল ৩ স্কুলছাত্রের

print news

নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহরের ছনকান্দা এলাকায় নদের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃতরা হচ্ছে- পৌরশহরের ছনকান্দা এলাকার এজাজের ছেলে রাহি (১৫), রাজা মিয়ার ছেলে রোশান (১৫) ও ঢাকা থেকে নানাবাড়িতে বেড়াতে আসা ফরিদ মিয়ার ছেলে আফিফ আহমেদ (১৫)। রাহি ও রোশান দুজনই জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

রোশানের চাচা শওকত জামান বলেন, তারা তিনজন সাঁতার জানতো না। নদে পানি কম ও চর মনে করে তারা নামে। কিন্তু সেখানে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে অনেক গভীর থাকায় তারা ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল মোহাম্মদ আতিক জানান, ব্রহ্মপুত্র নদের তীরে সমবয়সী পাঁচ জন ফুটবল খেলছিল। হঠাৎ তাদের বল নদীতে পড়ে গেলে রাহি প্রথমে সেটি তুলতে নদীতে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করতে রুমনও নদীতে ঝাঁপ দেয়। তবে তারা দুইজনের কেউই আর তীরে ফিরতে পারেনি। পরে আফিফ তাদের বাঁচাতে ঝাঁপ দিলে সেও নদীতে ডুবে যায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত শহীদ পিংকি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে এ জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ