14.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

ব্যবসা করতে এসে প্রেম, পোশাক কর্মীকে বিয়ে চীনা যুবকের

print news

নিজস্ব প্রতিনিধি : চীন থেকে বাংলাদেশে এসেছিলেন পোশাক খাতের ব্যবসার সঙ্গে জড়িত যুবক চেংনাং। গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্তরা খাতুনের সঙ্গে হয় পরিচয়। এক সন্তানের জননী এই নারীর প্রেমে পড়েন চেংনাং।

ফেইসবুকে চলে ভাবের আদান-প্রদান। পরে দুই পরিবারের সম্মতিতে গাজীপুরের একটি আদালতে আইনসম্মতভাবে বিয়ে করেন তারা।

তবে প্রেমিকাকে বিয়ে করতে ধর্ম পরিবর্তন করতে হয়েছে যুবক চেংনাংয়ের। ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নিয়েছেন সালমান স্বাধীন। বর্তমানে স্ত্রীর সঙ্গে কাজিপুরের বিয়ারা গ্রামে শ্বশুরবাড়িতে দিন কাটছে তার। দুইদিন আগে অন্তরা চীনা স্বামীকে নিয়ে গাজীপুর থেকে বাবার বাড়ি এলে বিদেশি জামাইকে দেখতে ভীড় করছেন এলাকার নানা বয়সি মানুষ।

সাংবাদিকদের সঙ্গে কথা হলে তারা জানান, ভিসা প্রসেসিং শেষ হলে স্বামী-স্ত্রী উড়াল দেবেন চায়নার হুনান শহরে।

অন্তরা খাতুন বলেন, গাজীপুরের পোশাক কারখানায় কাজ করা অবস্থায় চায়না থেকে কিছু বিদেশি ক্রেতার সঙ্গে চেংনাং তাদের কারখানায় আসেন। তখন তাকে দেখে চেংনাংয়ের ভালো লেগে যায়। এরপর ফেইসবুকে কথাবার্তা ও মন দেওয়া-নেওয়া হয়।

তিন মাস প্রেমের সম্পর্কের পর পরিবারের সম্মতিতে চেংনাং ইসলাম ধর্ম করেন। ২২ সেপ্টেম্বর গাজীপুরের একটি আদালতে তারা বিয়ে করেন।

আগের বিয়ে প্রসঙ্গে অন্তরা বলেন, ৯ বছর বয়সি একটি মেয়ে থাকা অবস্থায় ৫ মাস আগে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। একমাত্র মেয়ে তার বাবার কাছেই রয়েছে। এসব মেনে নিয়েই সালমান স্বাধীন ওরফে চেংনাং তাকে বিয়ে করেছেন।

বিয়ে প্রসঙ্গে যুবক সালমান স্বাধীন সাংবাদিকদের বলেন, অন্তরাকে প্রথম দেখেই তার ভালো লেগেছিল। এক পর্যায়ে অন্তরার ফেইসবুক আইডি সংগ্রহ করে তাকে বার্তা পাঠান সালমান। সেই থেকে সম্পর্কের শুরু। এরপর প্রেম ও বিয়ে।

তিনি আরও বলেন, অন্তরার অতীত নিয়ে তার কোনো ভাবনা নেই।

অন্তরার বাবা আব্দুর রশিদ ও মা রাহেলা খাতুন বলেন, প্রথমে একটু চিন্তা হয়েছিল, ভিনদেশী একজনের সঙ্গে তাদের মেয়ে কীভাবে সংসার করবে?

তবে ধীরে ধীরে তাদের মধ্যে একটি নিবির বন্ধনের সৃষ্টি হয়েছে। ফলে মা-বাবা হিসেবে তারাও চিংনাংকে জামাতা হিসেবে মেনে নিয়েছেন। এখন দুজনের সুখের সংসার হবে, এটাই সবার প্রত্যাশা।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ