13.8 C
Rajshahi
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

Buy now

spot_imgspot_imgspot_imgspot_img

ব্যবসায়ীকে পিটানোর ঘটনায় জড়িতরা বিএনপির হলেও ব্যবস্থা নিতে হবে

print news

নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ীকে পিটিয়ে পুলিশে সোপর্দের পর মামলা দিয়ে আদালতে পাঠানোর ঘটনাকে বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা বিএনপির নেতাকর্মী হলেও দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে হামলার শিকার ব্যবসায়ী উজ্জল কুমার মণ্ডল ও তার পরিবার এবং বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে দেখা করেন।

এর আগে, গত বুধবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে বৃদ্ধ মা-বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জ্বল কুমার মণ্ডল (২৫) নামের এক ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়। স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে চলাফেরা করায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে পেটান বলে অভিযোগ পাওয়া গিয়েছিল।

রিজভী বলেন, বড়াইগ্রামের বনপাড়ার ব্যবসায়ী উজ্জল কুমার মণ্ডলের ওপর হামলা মারধরের ঘটনাটি ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। ঘটনাটি সরেজমিনে তদন্তের জন্য দলের পক্ষ থেকে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত হামলার বিষয়টি তদন্তের জন্যেই তিনি নাটোরে এসেছেন। প্রথমে ভুক্তভোগী উজ্জ্বল মণ্ডল এবং উজ্জ্বলের পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার বিস্তারিত শুনেছেন। এরপর বড়াইগ্রাম থানার ওসির সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে পরামর্শও দেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, উজ্জ্বল মণ্ডলের ওপর হামলা মারধরের ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলে সেই ব্যক্তিকেও ছাড় দেওয়া হবে না। তিনি ঢাকায় পৌঁছানোর আগেই যেন বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হয়। ভুক্তভোগী যুবক বিগত স্বৈরাচার সরকারের সময় ওই দলের কর্মী ছিলেন। হামলার শিকার উজ্জ্বলের বিরুদ্ধে অপরাধ সংগঠনের অভিযোগ থাকলে আইনিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে পেটানো ঠিক হয়নি। বর্তমানে কেউ আইন নিজের হাতে তুলে নিলে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, হামলা মারধরের পর উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধেই মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই বিষয়টি তিনি জানতেন না। পুলিশ যদি এই ধরণের কোনো কর্মকাণ্ড করে তাহলে সেটি বেআইনি হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান (সুমন), জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ