নিউজ রাজশাহী ডেস্ক : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বৈষম্য দূর করতে হলে ফ্যাসিস্ট সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে। অভ্যুত্থানের চেতনায় নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। জনগণের নিজস্ব রাজনৈতিক দল তৈরি করতে হবে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপে তিনি এসব কথা বলেন।
সাকি বলেন, ৭২ এর সংবিধানে জন আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে। ক্ষমতা কাঠামো পাকাপোক্ত করতেই ৭২ এর সংবিধান তৈরি করা হয়েছিল। ৭২ এর সংবিধানই বাকশাল তৈরি করেছিল এই সংবিধানকে বদলাতে হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, এই শাসনব্যবস্থায় তারা এভাবে টিকে থেকে মনে করেছে এটা চিরস্থায়ী বন্দোবস্ত হবে। এইখান থেকে আপনাদের কেউ সরাতে পারবে না। ২০২৪ সালের ৭ জানুয়ারি যখন নির্বাচনটা করে ফেলতে পারলো। ২৮ অক্টোবর আমাদের যে সমাবেশগুলো ছিল। তখন তারা বিএনপির সমাবেশ, মিছিলে এজেন্ট ঢুকিয়ে পরিকল্পিত সন্ত্রাস তৈরি করে তারা সমাবেশ পণ্ড করে দিয়েছে। তারা ভেবেছিল ছাত্রদের কেউও একইভাবে দমন করে ফেলা যাবে। শেখ হাসিনা তো তুরি মেরে উড়িয়ে দিচ্ছিলেন। ১৪ তারিখে শেখ হাসিনা ছাত্রদের অপমান করলেন। ভাবলেন এদের (ছাত্রদের) যদি রাজাকারের নাতি-পুতি বলা যায়—তাহলে হয় তো এই দেশের মানুষ ঘুরে যাবে। কিন্তু ঘুরে যায়নি মানুষ।
গণসংলাপে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।