
দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান এবং বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় সভাপতি সাংবাদিক মোঃ সানোয়ার আরিফ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তালাইমারী অক্টোর মোড় এলাকায়, রবির মোটরসাইকেল গ্যারেজের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজশাহী থেকে বেপরোয়া গতিতে আসা একটি অবৈধ ইমা গাড়ি পেছন থেকে তাকে ধাক্কাদেয়। ঘটনার সময় চালক নেশাগ্রস্ত ও মাতাল অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠেছে।
দুর্ঘটনার পর চালক ও গাড়িটি মতিহার থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবংমামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সাংবাদিক মহল ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।