নিউজ রাজশাহী ডেস্ক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজশাহী অঞ্চলের বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ ১৭ ডিসেম্বর ২০২৪, সকাল সাড়ে ১১টায় আরএমপি পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে তাঁদের ফুল দিয়ে বরণ করেন এবং বিজয় দিবসের শুভেচ্ছা উপহার দেন। সংবর্ধনা অনুষ্ঠানে মোট ৩৩ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে এবং ১৬ জন মৃত পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর পুলিশ মুক্তিযোদ্ধা, মৃত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যগণসহ আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বান চাকমা, নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সম্পাদক ও প্রকাশকঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক ০২৪৪/০৩, ছোট বনগ্রাম, সপুরা, রাজশাহী-৬২০৩, বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত। মোবাইল নাম্বারঃ +8801712552253, ইমেইল ঠিকানাঃ newsrajshahi24bd@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ নিউজ রাজশাহী টুয়েন্টিফোর।