নিজস্ব প্রতিনিধি : মাঝপথে রয়েছে বিপিএল। এমন সময় নেতৃত্বে পরিবর্তন এনেছে দুর্বার রাজশাহী। এনামুল হক বিজয়ের পরিবর্তে তাসকিন আহমেদকে নতুন অধিনায়ক করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী।
মূলত ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতেই বিজয়কে নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিবৃতিতে রাজশাহী বলেছে, ‘ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এখনও পর্যন্ত রাজশাহীর অন্যতম সেরা পারফর্মার বিজয়। তার প্রশংসা করে ফ্রাঞ্চাইজিটি বলেছে, ‘এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।’
রাজশাহী বিবৃতিতে আরও বলছে, ‘ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে-অফে তুলতে সাহায্য করবে।’